বিদেশ

কেনিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

কেনিয়ার পশ্চিম পোকোত কাউন্টিতে অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ ১২ জনের সবাই নিহত হয়েছেন। পোকোত কাউন্টিতে শুক্রবার শুরু হওয়া অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ফলে এত প্রাণহানির ঘটনা ঘটলো। দুর্যোগে শহরের অন্যান্য অংশের সঙ্গে গ্রামগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামের রাস্তাগুলো বন্যায় পুরোপুরি ডুবে গেছে এবং চারটি ব্রিজ ভেঙে গেছে। সেখানকার মুইনো গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সিনেটর স্যামুয়েল পোগিসিও জানান, নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৭ জন শিশু। ওই এলাকায় উদ্ধার কাজ এখনও চলছে। সেখানকার রাস্তা ও ব্রিজ ভেঙ্গে যাওয়ায় অন্তত ৫’শ গাড়ি আটকা পড়েছে।