দেশ

কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন ওমররা

জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার আগের দিন রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবার মুফতিদের। ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণার পরেও তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। কাশ্মীরের বাসিন্দাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সিদ্ধান্ত বেআইনি দাবি করেই কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছে শনাল কনফারেন্স। শীর্ষ আদালতে তাঁরা অভিযোগ জানিয়েছে কেন্দ্রের এই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বেআইনি। এই নিয়ে চতুর্থবার জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ জানাচ্ছেন ওমর আবদুল্লাহ। শুক্রবার কাশ্মীরি আইনজীবী শাকির শাবির ৫ অগস্ট রাষ্ট্রপতির জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। এছাড়াও সমাজকর্মী তহসিন পুনাওয়ালা ৩৭০ ধারা প্রত্যাহারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন। এবং কাশ্মীরে কার্ফু এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার প্রতিবাদেও আবেদন জানিয়েছেন।

ফাইল চিত্র।