জেলা মালদা

কেন্দ্র ও রাজ্য সরকারকে এনআরসি সহ বিভিন্ন অভিযোগে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর

হক জাফর ইমাম, মালদা: সি আই টি ইউর পঞ্চম মালদা জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে মালদা জেলার চাঁচলে এসে সিপিএম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন।এনআরসি করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে করতে হবে একথা ও তিনি বলেন।শনিবার মালদা জেলার সি আই টি ইউ এর পঞ্চম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে চাঁচলে এমনটাই মন্তব্য করেন সিপিআইএম নেতা তথা বিধানসভার পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।এদিন তিনি বলেন, বাংলার উপর চোখ রাঙ্গাচ্ছে কেন্দ্র। ফের এন আর সির নামে ভয়ঙ্কর বিপদ নামিয়ে আনা হচ্ছে বাংলার বুকে। বাংলা ভাগের প্রবক্তা ছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। আজ কেন্দ্রের শাসক দল বিজেপি ফের এন আর সি নিয়ে চক্রান্ত শুরু করেছে বাংলায়। তাই আমরা বলছি অসম থেকে শিক্ষা নিন, এনআরসি রুখে দিন।এদিকে কেন্দ্রীয় সরকার এন আর সি নিয়ে এক হাত নিলেও মমতা বন্ধোপধ্যায় কে গাল মন্দ করতে ভোলেন নি সুজন। পশ্চিমবঙ্গে ভয়ংকর অনুপ্রবেশ ঘটেছে। এই তত্ত্বের প্রবক্তা রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ১৯৯৩ সালে বলে ছিলেন নো আইডেন্টেটি নো ভোট। এন আর সি আসলে কাগজের টুকরো। যাদের কাগজ কম,তাঁদের মুসকিল হয়। গরীব মানুষ গুছিয়ে কাগজ রাখতে পারে না। কারন এগুলির কোন প্রয়োজন হয় না। সব মিলিয়ে এন আর সি লাগাতার আন্দোলন করবে বলে জানান সুজন চক্রবর্তী। তাছাড়া তিনি আরও বলেন, এন আর সির গুজবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন,দুজনের প্রানও গেছে এই আতঙ্কে। ব্লক দপ্তর,ভুমি দপ্তরে কড়া রোদ্রকে অপেক্ষা করে নিজের নথি সংশোধনে লাইনে দাড়াচ্ছেন সাধারন মানুষ।তিনি আরোও বক্তব্য রাখেন,তৃনমুল কাটমানি দিয়ে পঞ্চায়েত,পৌরসভা চালাচ্ছে শনিবার এই ভাষাতেই সি.পি.এমের কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করলেন সি.পি.এম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী। এদিন মালদা চাঁচল কলেজ রোডের মোড়ে সি আই টি ইউ পঞ্চম মালদহ জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন। উঠে তৃণমূল ও বিজেপি-কে একসাথে কড়া ভাষায় আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তিনি আরও বলেন, কৃষকের ফসলের ন্যায্য দাম, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা, বয়স্কদের ছয় হাজার টাকা পেনশন, এই সমস্ত দাবী নিয়ে বামপন্থীরা আগামী দিনে প্রতিবাদে নামবে। আর আমরা এই দাবী আদায় করেই ছাড়ব।