ফের প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত দক্ষিণের রাজ্য কেরলে। ইতিমধ্যে এই ভয়াবহ বৃষ্টিতে গোটা রাজ্যেএখনও পর্যন্তপ্রাণ হারিয়েছেন ২০ জন। এছাড়া অনেকেই নিখোঁজ। বিভিন্ন জেলায় বাড়ছে নদীর জলস্তর। এমনকি উপচে পড়ছে বাঁধগুলিও। ইতিমধ্যে জল জমে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কোচি এয়ারপোর্ট। জানা গিয়েছে, ২০ জনের মধ্যে শুক্রবারই মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ওয়ানাড়ে মারা গিয়েছেন ৪ জন, ইদুক্কিতে ২ জন এবং মাল্লাপুরমে ১ জন। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাহুল গান্ধীর কেন্দ্র
ওয়ানাড়। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ একাধিক রাস্তা। আটকে পড়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ইদুক্কি, মালাপ্পুরম এবং কোঝিকোড়ে ব্যাপক বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ত্রিশুর, পালাক্কাড, ওয়ানাড, কান্নুর, কাসারগডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, রাজ্য প্রশাসন জানিয়েছে, রাজ্যের ৪৪টি নদীর জল বেড়ে গিয়েছে। একাধিক বাঁধেও জল উপচে পড়ছে। আর তাই প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।