কলকাতা: রবিবার থেকেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআইয়ের আধিকারিকরা৷ এই বিষয়ে তথ্য পেতে রবিবারের পর সোমবারও নবান্নে যান সিবিআইয়ের দুই আধিকারিক৷মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে হাজির হন তাঁরা৷ সেই চিঠির জবাব দিলেন ডিজি বীরেন্দ্র৷ জানা গিয়েছে, ডিজির উত্তরের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সিবিআই দফতরে৷ প্রথমে বিধাননগর কমিশনারেটে পাঠানো হয় এই উত্তরের কপি৷ সেখান থেকে পুলিশ আধিকারিকদের একটি দল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান সিবিআইয়ের হাতে সেই চিঠি তুলে দিতে৷সিবিআই জানতে চাইছে, ছুটি নেওয়ার ক্ষেত্রে রাজীব কুমার সেই তথ্যগুলো আদৌ জমা দিয়েছেন কিনা এবং তার অবস্থান সম্পর্কে তার ঊর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা৷ এই যাবতীয় তথ্য পেতে রবিবার এবং সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন পৌঁছে যান সিবিআই কর্তারা। সূত্রের খবর তাঁরা দেখে নিতে চাইছেন রাজীব কুমার ছুটি আগে নিয়েছিলেন না পরে নিয়েছেন৷সেই তথ্যের উত্তর দিয়েই ডিজি সোমবার দুপুরে এই চিঠি পাঠান বলে খবর৷