কলকাতা

কোথায় রাজীব কুমার, রাতভর খুঁজল সিবিআই

কলকাতা: গত কয়েকদিন ধরে রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই আধিকারিকরা। এখনও পর্যন্ত কারও কাছে কোনও উত্তর নেই। বুধবার সারারাত চলেছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতে ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান।বুধবার রাতেই বিভিন্ন জায়গায় যান সিবিআই আধিকারিকরা। কিন্তু কোথায় রাজীব কুমার, সেব্যাপারে কোনও সদুত্তর মেলেনি এখনও। তাই বৃহস্পতিবার সকালেই দফায় দফায় বৈঠক হয় আধিকারিকদের। বৈঠকের পর ফের অভিযানে যাচ্ছেন তাঁরা।এদিকে, শুধুমাত্র রাজীব কুমারের সন্ধান পেতে কলকাতায় এসেছেন সিবিআই-এর একাধিক বিশেষ আধিকারিক। সাতদিনের জন্য আনা হয়েছে তাঁদের। তাঁদের নিয়েই চলছে বৈঠক।সিজিও কমপ্লেক্সে মঙ্গলবার সকালেই তাঁরা বিশেষ ‘অপারেশন’-এ নিযুক্ত হন। মঙ্গলবার ডিজিপির চিঠি হাতে পাওয়ার পর থেকেই রাজীব কুমারের গতিবিধি সম্পর্কে জানতে এবার আরও কড়া পদক্ষেপ করে সিবিআই। রাতে বিশেষ বৈঠকেও বসেন সিবিআই আধিকারিকরা। বুধবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। ১৪ জনের এই দলের সঙ্গে বৈঠক করেন তিনি।মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ ২৪ পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়।