জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ‘ক্যাফে কফি ডে’-র কর্ণধার জি ভি সিদ্ধার্থের মৃত্যুর দায় কেন্দ্রের বিজেপি সরকারের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শিল্পমহলের ওপর চাপ বাড়ছে। শিল্পপতিরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।বুধবার সকালে ওই শিল্পপতির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইটও করেছেন মুখ্যমন্ত্রী। জিভি সিদ্ধার্থ- এর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক বলে মন্তব্য করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। নিজের ট্যুইট বার্তায় এই ঘটনায় কেন্দ্রকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জি ভি সিদ্ধার্থের শেষ চিঠি থেকে জানতে পারছি, তাঁকে বিভিন্ন এজেন্সি প্রবল চাপ এবং হেনস্থার মুখে ফেলছিল। এই কারণেই শান্তিপূর্ণভাবে তিনি ব্যবসা চালাতে পারছিলেন না। এরপর মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি, দেশের সেরা শিল্পপতিদের প্রবল চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পরিস্থিতি এমনই যে কয়েকজন ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। বাকিরা তেমনই চিন্তাভাবনা করতে বাধ্য হচ্ছেন। পরে নবান্নে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিদ্ধার্থের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল ঘোড়া কেনাবেচা এবং রাজনৈতিক উদ্দেশে হেনস্থার শিকার। শিল্প ক্ষেত্র কেউ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ৪৫ টি রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্থাকে সংবেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন, দেশের বৃদ্ধি শেষ ৫ বছরে সর্বনিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে কর্মসংস্থানের হার গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম। এই পরিস্থিতিতে অর্ডিনান্স ফ্যাক্টরি থেকে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট, সবকিছু বেসরকারি হাতে তুলে দেওয়ার যেন হিড়িক লেগে গিয়েছে।সামগ্রিকভাবে দেশের অর্থনীতি বিপদের মুখে, যার সবচেয়ে বেশি প্রভাব এসে পড়ছে সাধারণ মানুষের ওপর। ফাইল চিত্র।
I express my deep condolence to the family members of Siddhartha. I feel really sad to hear the news. I thought of sharing my feelings and thoughts with all of you. (9/9)
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2019