গুয়াহাটিঃ শপিং মলে গিয়ে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনলে তা দেওয়া হয় প্লাস্টিকের ক্যারি ব্যাগে। আর তার জন্য ক্রেতার কাছ থেকে নেওয়া হয় বাড়তি টাকাও। কিন্তু এবার থেকে তা করা যাবে না। অর্থাত্ ক্রেতাদের কাছ থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের জন্য বাড়তি অর্থ নেওয়া যাবে না। এটা ক্রেতাদের পক্ষে নিঃসন্দেহে সুখবর। এই প্লাস্টিক ক্যারি ব্যাগের দাম শুরু হয় ৫ টাকা থেকে, শেষ হয় ১৫ টাকায় গিয়ে। এবার থেকে জিনিসপত্র দেওয়ার জন্য ক্যারি ব্যাগ দিয়ে তার দাম নিলে জরিমানা করা হবে সংশ্লিষ্ট দোকানিকে। সেই জরিমানার পরিমাণ ১০ থেকে ১৫ হাজার টাকা। কিন্তু কে এই নির্দেশিকা জারি করল? জানা গিয়েছে, এই নির্দেশিকা জারি করেছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মনজিত্ কুমার দাস। তিনি জানান, ‘২০১৮ সালের মার্চ মাস থেকে ক্যারি ব্যাগের জন্য টাকা নেওয়াটা বেআইনি। প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ এবং কোনও ধরণের ব্যাগ দিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। কেউ চাইলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ আকারে আবেদন করেন তাহলে সেই আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ গুয়াহাটির শপিং মলে জোর করে এক ক্রেতার কাছ থেকে ক্যারি ব্যাগের জন্য অর্থ নেওয়া হয়েছিল। যার প্রতিবাদ করেছিলেন তিনি। তারপর বিষয়টি মামলা করলে এই রায় শোনান গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি।