এবার খড়দার দোপেড়ে এলাকায় মিলল বাঘরোলের দেহ৷ বুধবার সকালে এলাকার একটি আমবাগানে মৃত বাঘরোলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থানে আসে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে গিয়ে বাঘরোলের দেহটি উদ্ধার করে বনকর্মীরা। কিভাবে মৃত্যু হল এই বাঘরোলের তা খতিয়ে দেখছে পুলিশ।


