কলকাতাঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা! তারপরেই উদ্যম আনন্দে মাততে চলেছে শহর কলকাতা। আর সেই মহোতসবের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। রবিবারের দিনে দুর্গা পুজোর কাঠামো পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে দেবী আরাধনার শুভ সূচনা পর্ব সেরে ফেললেন হিন্দুস্থান ভলেন্টিয়ার্স ক্লাব। খুঁটি পুজোর মাধ্যমে তাদের ২০১৯-র দুর্গা
পুজোর শুভ সূচনা হয়ে গেল। এ বছরে ৫১তম বর্ষে পদার্পন করতে চলেছে এই পুজো। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়। এলাকার মানুষের উপস্থিতিও ছিল নজরকাড়া। এ বছরে হিন্দুস্থান ভলেন্টিয়ার্স ক্লাবের থিম ‘আমার থেকেই নতুন জীবন, সৃষ্টি মানেই আমি’। প্রকৃতি হল মা অর্থাৎ মাতৃসম এই প্রকৃতির কোলেই সৃষ্টির আপন নিয়ম
মেনে বেড়ে ওঠে ভবিষ্যতের স্বপ্নের বীজ বা সঠিক পরিচর্য্যার মধ্যে দিয়েই বয়ে আনে আগামীর বার্তা। এমনই ভাবনায় হিন্দুস্থান ভলেন্টিয়ার্স ক্লাবের এ বছরের পুজোকে সাজিয়ে তুলতে চলেছেন থিম শিল্পী রাজু সূত্রধর। প্রতিমা গড়ে তুলবেন প্রতিমা শিল্পী গোপাল পাল। আবহ সঙ্গীত তৈরী করছেন সিধু।