কলকাতা পুজো

খুঁটি পুজোর মাধ্যমে প্রাক পুজো প্রস্তুতি শুরু হল চিনারপার্ক অধিবাসীবৃন্দ-এর

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আর মাত্র ৪৭ দিন। তারপরেই আনন্দে মেতে উঠবে শহর কলকাতা। আর সেই মহোৎসবের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালের বৃষ্টিভেজা দিনে দুর্গা পুজোর কাঠামো পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে দেবী আরাধনার শুভ সূচনা পর্ব সেরে ফেললেন চিনারপার্ক অধিবাসীবৃন্দ। খুঁটি পুজোর মাধ্যমে তাদের ২০১৯-র দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। এ বছর রজতজয়ন্তী বর্ষে পদার্পন করতে চলেছে এই পুজো। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়। এলাকার মানুষের উপস্থিতিও ছিল

নজরকাড়ার মতো। এ বছরে চিনারপার্ক অধিবাসীবৃন্দ-এর থিম ‘ পাথরে প্রাণ, সৃষ্টির গান’ । এমনই ভাবনায় এ বছরের পুজোকে সাজিয়ে তুলতে চলেছেন থিম শিল্পী অপ্রতিম মুখ্যার্জি। আজকের খুঁটিপুজোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন ও মন্ত্রী পূর্ণেন্দু বসু। খুঁটি পুজোর দিনে আরও এক মহৎ কর্মকান্ডের আয়োজন করে চিনারপার্ক অধিবাসীবৃন্দ। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন। এছাড়াও স্বাস্থ্যপরীক্ষা শিবির সহ চারাগাছ বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে সংঘের সভাপতি শ্যামল কুমার দে ও সম্পাদক অরুপ কর্মকার সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দেখুন ভিডিও –