কলকাতা

খুলল উল্টোডাঙা উড়ালপুলের বিমানবন্দরগামী রুট

খুলে দেওয়া হল উল্টোডাঙা উড়ালপুলের একাংশ। ইঞ্জিনিয়ারদের  সবুজ সংকেতের পরি তা খুলে দেওয়া হল, উল্টোডাঙা উড়ালপুলের ই এম বাইপাস থেকে বিমানবন্দরগামী রুট। শুরু হল যান চলাচল। সেতুর নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবার থেকে আর দেড় টনের বেশি ওজনের গাড়ি এই সেতু দিয়ে চলাচল করতে পারবে না। শুধু ২ চাকা ও ৪ চাকার ছোটো গাড়িগুলি এখন থেকে যেতে পারবে। আগে উড়ালপুল দিয়ে ছোটা হাতি ও ৪০৭ গাড়িও যেত। কিন্তু, এখন থেকে এই গাড়িগুলি আর যেতে পারবে না। তবে উড়ালপুলের উলটো দিকের রুট কবে যান চলাচল শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইঞ্জিনিয়ার-রা।