দেশ

খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতেই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে গোহারা এবিভিপি

বারাণসীঃ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোহারা হার এবিভিপি-র। বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেল কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (‌এনএসইউআই)‌। তারা হারিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি-কে।  সভাপতি পদে এনএসইউআইয়ের শিবম শুক্লা বিপুল ব্যবধানে হারান এবিভিপির হর্ষীত পাণ্ডেকে। সহ সভাপতি পদে জিতেছেন এনএসইউআইয়ের চন্দন কুমার মিশ্র। সাধারণ সম্পাদক পদে কংগ্রেসের ছাত্র সংগঠনের পক্ষে জয়লাভ করেছেন অভনীশ পাণ্ডে। লাইব্রেরিয়ান পদে জিতেছেন রজনীকান্ত দুবে। সভাপতি পদে শিবম শুক্লা পেয়েছেন ৭০৯ ভোট। এবিভিপির হর্ষীত পাণ্ডে সেখানে পেয়েছেন মাত্র ২২৪ ভোট। সহ সভাপতি পদে চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অবশ্য লড়াই হয়েছে। ৪৮৭ ভোট পেয়ে জিতেছেন অভনীশ পান্ডে। এবিভিপির গৌরব দুবে সেখানে পেয়েছেন ৪২৪ ভোট। লাইব্রেরিয়ান পদে রজনীকান্ত দুবে পান ৫৬৭ ভোট। এবিভিপির অজয় কুমার মিশ্র সেখানে পেয়েছেন ৪৮২ ভোট।  নির্বাচনী আধিকারিক শৈলেশ কুমার মিশ্র জানিয়েছেন, ১৯৫০ পড়ুয়ার মধ্যে ভোট দিয়েছেন ৯৯১ জন। তার মধ্যে ৯৩১ জন ছাত্র। ৬০ জন ছাত্রী।