জেলা

গঙ্গাসাগর মেলার জন্য ১০ শয্যার হাসপাতাল গড়ে তুলল ভারত সেবাশ্রম সংঘ

জ্যোত্তির্ময় দত্তঃ গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য দক্ষিণ ২৪ পরগণার ৮ নম্বর লটে ১০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল চালু করল ভারত সেবাশ্রম সংঘ । সংঘের প্রধান সম্পাদক স্বামী  বিশ্বাত্মানন্দ মহারাজ আজ শনিবার এক অনুষ্ঠানে এই হাসপাতালের উদ্বোধন করেন ।এছাড়াও পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় একটি মোবাইল মেডিকেল ইউনিট ও অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে অসুস্থ তীর্থযাত্রীদের দ্রুত যাতে কলকাতার হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা যায়।  প্রধান সম্পাদক বলেন গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের নানা সহযোগিতা করার জন্য সংঘের উদ্যোগে আড়াই হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন ঘাটে মজুদ আছে। এর মধ্যে ৮ নম্বর লটে ৩০০ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে ।এছাড়া সংঘের গঙ্গাসাগর কার্যালয় থেকে প্রতিদিন তীর্থযাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়া এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।