Posted onAuthorবঙ্গনিউজComments Off on গতকাল রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় গ্রেপ্তার ৯৮
মোদির ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় দেশজুড়ে গতকাল মোমবাতি জ্বালালেন দেশবাসী। শুধু মোমবাতি বা প্রদীপই নয় ফাটল দেদার বাজিও।গতকাল রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।