মালদা

গুগল ও টাটা ট্রাস্টের যৌথ সহযোগিতায় ইন্টারনেট সাথী প্রকল্পের আওতায় গ্রামীণ কিশোরীদের প্রশিক্ষণ 

হক জাফর ইমাম, মালদাঃ বৃহস্পতিবার পুরাতন মালদার পাল পাড়ায় একটি বেসরকারি লজে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও গুগল এবং টাটা ট্রাস্ট এর যৌথ সহযোগিতায় ইন্টারনেট সাথী বলে একটি প্রকল্পের আওতায় ৩৪ জন গ্রামীণ কিশোরীদের কে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । এই প্রশিক্ষণ শিবিরে ইংলিশ বাজার ব্লক ও পুরাতন মালদা ব্লকের কিশোরীরা অংশ নেয় , এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক সুখেন্দু বসাক এছাড়াও টাটা ট্রাস্ট এর বিএফ, ইরফান খান এবং ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত দাস ।আজকের এই প্রশিক্ষণ শিবিরে প্রত্যন্ত গ্রামের কিশোরীদের কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। নেটের পরিচয় অর্থাৎ তারা প্রত্যন্ত গ্রামে গিয়ে গৃহবধূদের ইন্টারনেটের মাধ্যমে মোবাইল পরিচালনা করা শেখানো এবং নেটের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য জানা , এক কথায় বলা যায় ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার জন্য তাদের এই উদ্যোগ । ডিজিটাল এম্পাওয়ার্মেন্ট ফাউন্ডেশন এর আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন । আজকের এই প্রশিক্ষণ শিবিরে ৩৪ জন কিশোরীদের দুটি করে নোকিয়া কোম্পানির স্মার্টফোন তুলে দেওয়া হয় এবং এই প্রশিক্ষণ শিবিরের একজন কিশোরী জাকেরা খাতুন জানান যে তারা তাদের গ্রামে গিয়ে মহিলাদের কে নেট সম্বন্ধে সচেতন করা এবং নেটের মাধ্যমে যেসব উপকারিতা পাওয়া যায় সেসব ব্যবহার করতে শেখানো তাদের উদ্দেশ্য।