দেশ

গুজব রুখতে সোশ্যাল মিডিয়াকে ভুয়ো তথ্য মোছার নির্দেশ কেন্দ্রের

সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে গুজব। করোনা নিয়ে গুজব রুখতে ইতিমধ্যেই মেসেজ ফরওয়ার্ডে রাশ টেনেছে হোয়াটসঅ্যাপ। এবার ফেসবুক, টিকটক, হ্যালোর মতো সোশ্যাল মিডিয়াগুলিকেই সেই পথে হাঁটার কথা জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ইলেট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভুয়ো তথ্য এবং সরকারি উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ধরনের পোস্ট য়াঁরা করছেন, তাঁদের অ্যাকাউন্টের তথ্য প্রশাসনের কাছে পাঠাতেও বলা হয়েছে। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত একাধিক ভুয়ো তথ্য সম্বিলত অডিও এবং ভিডিও ক্লিপিং ঘুরে বেড়াচ্ছে। যেগুলি অনলাইনে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। এর আগে গত ৩১ মার্চ এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি ফেসবুক, টিকটক, ইউটিউব, ট্যুইটার ইত্যাদি প্ল্যাটফর্মগুলিতে গুজব ছড়ানো নিয়ে ইন্ডিয়া সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের কাছে একটি রিপোর্ট পেশ করেছিল তথ্যপ্রযুক্তি সংস্থা ভয়েজার ইনফোসেক।