ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প দিল্লির স্কুল ভিজিট করবেন। আর তা নিয়েই এবার মোদি সরকারকে একহাত নিলেন বলিউড সংগীতকার বিশাল দাদলানি। এদিন তিনি মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, গুজরাত কিংবা উত্তরপ্রদেশের স্কুল না দেখিয়ে দিল্লিতে আম আদমি পার্টির তৈরি স্কুল পরিদর্শনে কেন নিয়ে যাচ্ছেন ট্রাম্পকে? ট্রাম্পকে স্ট্যাচু অফ ইউনিটি না ঘুরিয়ে ঘুরে মোঘলদের তৈরি তাজমহল কেন দেখাচ্ছেন? এদিন তিনি দিল্লীর স্কুল সফরে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাম বাদ যাওয়া প্রসঙ্গেও তীব্র সমালোচনা করেছেন।


