করোনা পরিস্থিতিতে বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো ঘিরে রাজ্য় বনাম কেন্দ্র চাপানউতোর তুঙ্গে। বাংলায় কেন্দ্রীয় দলের সফরকে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’ বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। উল্লেখ্য়, এ ঘটনায় সোমবারই টুইটারে সোচ্চার হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি এ ইস্য়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মঙ্গলবার এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছেন, বাংলায় কেন্দ্রীয় দল পৌঁছোনোর ৩ ঘণ্টা পর মুখ্য়মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল, তা কখনই কাম্য় নয়। ডেরেক বলেছেন, ”কেন্দ্রীয় দল অ্য়াডভেঞ্চার ট্য়ুরিজম করছে। রাজ্য়ে কেন্দ্রীয় দল আসার ৩ ঘণ্টা পর মুখ্য়মন্ত্রীকে জানানো হয়েছে”। এ প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তুলেছেন, গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো রাজ্য়, যেখানে করোনা আক্রান্ত ও হটস্পটের সংখ্য়া বেশি, সেখানে কেন কেন্দ্রীয় দল পাঠানো হল না। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, রোজ ৪২৫টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার থেকে করোনা পরীক্ষার সংখ্য়া বাড়িয়ে ৬০০ করা হবে। দুই তৃণমূল সাংসদই বলেছেন, এই পরিস্থিতিতে রাজ্য়ের সঙ্গে সহযোগিতা করুক কেন্দ্র। তাঁরা বলেছেন, প্রোটোকল মেনে করা হলেই কেন্দ্র সরকারের সঙ্গে আনন্দের সঙ্গে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করবে রাজ্য়।