দেশ

গোধরা পরবর্তী দাঙ্গায় মামলায় দোষী ১৪ জনের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

গোধরা পরবর্তী দাঙ্গা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১৪ জনের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁদের। বলা হয়েছে, জামিন পেলেও গুজরাতে ঢুকতে পারবেন না তাঁরা। জেলের বাইরে থাকাকালীন তাঁদের সমাজসেবামূলক কাজ করার নির্দেশও দিয়েছে আদালত। উল্লেখ্য, গোধরা পরবর্তী সময়ে সর্দারপুরা গ্রামে ৩৩ জন মুসলিমকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মোট ৩১জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ১৪ জনকে আগেই বেকসুর খালাস করেছে গুজরাত হাইকোর্ট। বাকি ১৭ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় আদালত। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার প্রধান বিচারপতি এসএ বোবদের ডিভিশন বেঞ্চ তার শুনানি করছিল। সেখানে যাবজ্জীবনপ্রাপ্ত ১৪জনের জামিন মঞ্জুর হয়। তবে জামিন মঞ্জুর হলেও ওই ১৪ জন এখনই গুজরাতে ফিরতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত।