দেশ

‘গোলি মারো’ বলা ঠিক হয়নি, কুকথা বলার জন্যই হয়তো দিল্লিতে হেরেছি: অমিত শাহ

আজ প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বীকার করলেন, ‘গুলি মারো’ মন্তব্য করা উচিত হয়নি। অমিত শাহ বলেন, ‘এই ধরনের হিংসাত্মক মন্তব্য থেকে বিজেপি নিজেকে দূরত্ব রেখেছে। কারণ নেতাদের এই ধরনের মন্তব্যে সম্ভবত দলকে ভুগতে হয়েছে।’ উল্লেখ্য, দিল্লি নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতার মুখে গুলি মারার হুমকি শোনা গিয়েছে। কখনও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মুখে শোনা গিয়েছে, ‘দেশ কে গদ্দারোঁ কো, গুলি মারো শালোঁ কো…।’ বিজেপি নেতা কপিল মিশ্র আরও একধাপ এগিয়ে দিল্লি নির্বাচনকে ভারত-পাকিস্তান ম্যাচ আখ্যা দেন। এই যাবতীয় মন্তব্যের পরে দিল্লিবাসী বুঝিয়ে দিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উন্নয়নেরই পক্ষে।