কলকাতা জেলা

ঘূর্ণাবর্তের জেরে রবিবার এবং সোমবার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস বলেন, আগামী রবিবার এবং সোমবার পশ্চিমি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতাতেও বৃষ্টির ক্ষিণ সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া আটকে গিয়েছে, তার ফলে তাপমাত্রা বাড়ছে। একইসঙ্গে আগামী কয়েকদিন একইরকম গরম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।