কলকাতা

ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত

কলকাতাঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। উত্তরপশ্চিম মধ্য প্রদেশ এবং পূর্ব রাজস্থানের উপর সৃষ্টি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এই ত্রিফলা চাপে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকে কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে চলছে ঝিররঝিরে বৃষ্টি। শুক্র ও শনিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।  রবিবারও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিঘা হয়ে দক্ষিণপূর্ব এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপর সক্রিয় হয়ে আছে মৌসুমি বায়ু। এছাড়া আগামী ৩১ তারিখ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হতে পারে নতুন একটি নিম্নচাপ বলয়। সেটি শক্তি বাড়ালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ঝাড়খণ্ড, উপকূলবর্তী ওড়িশা, অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গনাতেও। ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুত্‍ সহ তুমুল বেগে ঝড় আসতে পারে। মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেজন্য মত্‍স্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।