দেশ

চন্দ্রবাবুর নাইডুর প্রাক্তন সচিবের বাড়িতে আয়কর হানা

আজ তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর প্রাক্তন ব্যক্তিগত সচিব এবং তাঁর ঘনিষ্ঠ আরও তিনটি কোম্পানিতে হানা দিয়ে কম করেও ২০০০ কোটি টাকার করফাঁকি এবং জালিয়াতির ঘটনা জানতে পেরেছে আয়কর দফতর। তাদের বক্তব্য, এটা প্রাথমিক তদন্তের অনুমান। এই কোম্পানিগুলি ভুয়ো কোম্পানি খুলে তাদের মাধ্যে কোটি কোটি টাকার লেনদেন করত। প্রকৃত জালিয়াতির বহর আরও অনেক বড়। আয়কর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তল্লাসি চলছে এখনও। বাজেয়াপ্ত করা হয়েছে বহু নথিপত্র। যে তিনটি কোম্পানিতে আয়কর হানা হয়েছে, সেগুলির একটি তেলুগু দেশম নেতা শ্রীনিবাস রেড্ডির আর কে ইনফ্রা কর্প। চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশের এক ঘনিষ্ঠের বাড়িতেএ হানা দিয়েছেন আয়কর অফিসাররা। কীভাবে একজন ব্যক্তিগত সচিবের কাছে তিনটি বড় নির্মাণ সংস্থার নথিপত্র এল, তা তাঁরাও বুঝতে পারছেন না। আটকে দেওয়া হয়েছে ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও।