বিদেশ

চন্দ্রযান-২ ভারতের জন্য যুগান্তকারী পদক্ষেপ, প্রশংসা আমেরিকার

বঙ্গ নিউজঃ ইসরোর অনবদ্য প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে চন্দ্রযান- ২ নিয়ে ভারতকে শুভেচ্ছা জানাল আমেরিকা।দক্ষিণ-মধ্য এশিয়ার কার্যনির্বাহী সহ-সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, “ইসরোকে অভিনন্দন। চন্দ্রযান-২ নিয়ে তাঁদের প্রচেষ্টা নিসন্দেহে প্রশংসনীয়। এই মিশন ভারতকে অনেক এগিয়ে রাখবে পাশাপাশি মূল্যবান তথ্য এনে দিতে পারবে যা বিজ্ঞানের উন্নতির গতি বাড়াবে।”এই মার্কিন কূটনীতিক আরও জানান, “আমাদের কোনও সন্দেহ নেই যে ভারত মহাকাশের এই প্রচেষ্টা ও দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।” শনিবারই ভারতের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার ঐতিহাসিক প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয়।নাসা ট্যুইট করে জানায়, “মহাকাশ কঠিন। আমরা চন্দ্রযান-২ মিশনের প্রচেষ্টার প্রশংসা করি। আপনারা আমাদের অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে যুগ্মভাবে আমাদের সৌর জগৎকে অন্বেষণ করার সুযোগের অপেক্ষায় র‍য়েছি।” চন্দ্রপৃষ্ঠে নামার কয়েক মিনিট আগে থেকে চন্দ্রযান-২ ল্যান্ডার ‘বিক্রম’ ও ইসরোর সমস্ত যোগাযোগ বিচ্ছি‌ন্ন হয়ে যায়।