পুজো মালদা

চাঁচলের কুমোর পাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরি করতে

হক জাফর ইমাম, মালদা: আর হাতে ২২ দিন বাকি দোরগোড়ায় বিশ্বকর্মা পুজোর তারপর পরেই দুর্গাপুজো। হাতে আর সময় বিশেষ নেই। আর তারই মধ্যেই বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমার কাজ শেষ করতে হবে। এদিকে আবার সহযোগিতা করারও লোকজন তেমন পাওয়া যাচ্ছে না। মাটি মাখা, ঘর বাঁধে প্রতিমার কাঠামো বানানো, বাঁশ বাতার কাজ সবই একহাতে সারতে হচ্ছে। নাজেহাল অবস্থা মালদা চাঁচলের কুমোর পাড়ার প্রতিমা শিল্পীদের । এলাকার মৃৎশিল্পী বিশুপাল বলেন,একেতো লোকজন পাচ্ছিনা মাটি মাখা বাঁশপাতার কাজ খড় দিয়ে প্রতিমার কাঠামো বানানো মাটির প্রলেপ দেওয়া সব কাজই নিজেরা নিজেরাই করছি। একদিকে বিশ্বকর্মা আরেক দিকে দুর্গা দুই প্রতিমা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করতে হবে। যারা প্রতিমা তৈরির বায়না দিয়ে গেছেন, তাদেরকে নির্দিষ্ট সময়েই প্রতিমা দিতে হবে।