কলকাতা

চার লেনের টালা ব্রিজ তৈরিতে টেন্ডার ডাকল রাজ্য সরকার

এবার টালা ব্রিজ তৈরির জন্য বুধবার টেন্ডার ডাকল রাজ্য সরকার। মোট ২৬৪ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের একটি ব্রিজ তৈরির জন্য টেন্ডার জমা দিতে বলা হয়েছে নির্মাণকারী সংস্থাগুলিকে। পাশাপাশি এও জানানো হয়েছে যে কাজ শুরুর দেড় বছরের মধ্যে তৈরি করতে হবে নতুন ব্রিজ। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, টালা ব্রিজের কাজ শুরু নিয়ে চাপানউতর চলছিলই। এর আগে একতরফা ভাবে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিয়ে নেয় রাজ্য সরকার। ঠিক করা হয়, ১৮ জানুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা। সেই অনুসারে টেন্ডারও ডাকা হয়েছে। সেই টেন্ডারের কাজও প্রায় শেষ বলে জানিয়েছে পূর্ত দফতর। নবান্ন সূত্রে খবর, রেলের অংশ কবে ভাঙা হবে কর্তৃপক্ষ তা জানায়নি। সেই কারণে ৪ জানুয়ারি দিন ঠিক করেও টালা ব্রিজ ভাঙার কাজ স্থগিত রাখে রাজ্য। এতদিন অপেক্ষার পরও রেলের তরফে সাড়া না পেয়ে এবার একাই ব্রিজ ভাঙার কাজ শুরু করে দিতে চায় পূর্ত দফতর। রেললাইনের ওপরের অংশ রাজ্যই ভাঙবে বলে ঠিক করে।