দেশ

চাষের জমিতে ভেঙে পড়ল বায়ুসেনা যুদ্ধ বিমান তেজস-এর তেলের ট্যাঙ্ক

কোয়েম্বাটোরে চাষের জমিতে ভেঙে পড়ল বায়ুসেনা যুদ্ধ বিমান তেজস-এর তেলের ট্যাঙ্কার। মাঝ আকাশেই আগুন ধরে যায় বিমানে। বায়ুসেনার দুই পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন বিমানটিতে।  ১২০০ লিটার জ্বালানি ভরার মতো ক্ষমতা রাখে তেলের ট্যাঙ্কারটি। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ  আচমকা বিমানের তেলের ট্যাঙ্ক চাষের

জমিতে এসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। প্রত্যশদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কিছু পড়ছে দেখে চাষের জমিতে কর্মরত চাষীরা ছুটো ছুটি শুরু করে দেন। চাষের জমিতে সজোরে পড়ে প্রায় ৩ ফুট গর্ত করে দেয় ট্যাঙ্কটি। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিস। ইতিমধ্যেই গ্রামে পৌঁছে যান গ্রামের কাছে থাকা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা।