দেশ

চিঠি ও সই জাল করা হচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ সাংসদদের

নয়াদিল্লি: বেশ কিছু দিন ধরেই সাংসদদের থেকে ইমার্জেন্সি কোটায় রেলের টিকিট কনফার্ম করার অনুরোধ বেড়ে গিয়েছিল। রেলমন্ত্রকও বিষয়টি নিয়ে পড়েছিল ফাঁপড়ে। কিন্তু সাংসদরাই এবার রেলমন্ত্রককে জানালেন, তাঁদের চিঠি এবং সই জাল করা হচ্ছে৷ এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এভাবে জাল চিঠি ও সইয়ের মাধ্যমে অনায়াসে ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিট ইমার্জেন্সি কোটায় কনফার্ম করিয়ে নিচ্ছেন। এভাবেই তাঁরা হাজার হাজার টাকা রোজগার করছেন। তাঁরা আদৌ টিকিট কনফার্মের জন্য প্রতিদিন এত অনুরোধ পাঠান না।সাংসদদের বক্তব্য জানার পর এই ব্যবসা ঠেকাতে উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক। এই অসাধু কৌশল ঠেকাতে বেশ কিছু নতুন ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে মন্ত্রক। এই নতুন ব্যবস্থা চালু হলে সাংসদদের চিঠি ও সই জাল করে আর টিকিট কনফার্ম করা যাবে না৷ রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি সাংসদদের চিঠি দিয়ে একগুচ্ছ নতুন ব্যবস্থার কথা জানিয়েছেন৷ ওই চিঠিতে রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাংসদদের জাল চিঠি ও সইয়ের বিষয়টি অত্যন্ত গুরুতর অভিযোগ। তবে এই ঘটনা ঠেকাতে প্রত্যেক সাংসদকে এবার তাঁর সই-এর নমুনা বাধ্যতামূলকভাবে রেলমন্ত্রকের কাছে পাঠাতে হবে৷ সাংসদ কোনও টিকিট ইমার্জেন্সি কোটায় কনফার্ম করার অনুরোধ করলে তাঁর সই মিলিয়ে দেখে নেওয়া হবে৷ সাংসদ রেলমন্ত্রককে যে চিঠি দেবেন সেই চিঠিতে তাঁর নাম, আইসি নম্বর, ঠিকানা দেওয়ার পাশাপাশি অফিসের টেলিফোন নম্বর দিতে হবে। এমনকী, সাংসদের সহায়কের ফোন নম্বরও দিতে হবে। রেলকর্মীদের কোনও রকম সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সাংসদের অফিসে বা তাঁর পিএ-র সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি জেনে নেওয়া হবে৷ সেক্ষেত্রে ওই চিঠি জাল না ঠিক, তা সহজেই বোঝা যাবে।