কলকাতাঃ বাগুইআটি চিনারপার্ক এলাকায় পুলিসের প্রিজন ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন বাইক এক চালক। জখম ব্যক্তির নাম মুকেশ জয়সোয়াল (২৮)। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পুলিস আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে এদিনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। ঘাতক গাড়িটিকে ঘিরে তুমুল বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, অফিস টাইমে আজ সকাল সাড়ে দশটা নাগাদ সিগন্যাল না মেনে গাড়িটি রাজারহাট থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল রাজ্য পুলিসের ওই প্রিজনভ্যানটি।


