চিনের করোনা ভাইরাস জেরে ভারতের যে ৭ বিমানবন্দরকে আগাম সতর্ক করা হয়েছে সেগুলি হল কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বই ও কোচিন। ওইসব বিমানবন্দরে চিন গামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, চিনে যে কোনো শহরের বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে একবার ভারতের মেডিক্যাল চেকপয়েন্টে প্যাসেঞ্জাকে চেক করা হচ্ছে। সেখানে মেডিক্যাল চেক ‘ওকে’ হলে একটা কাগজ দেওয়া হচ্ছে। একটা কপি সেখানকার মেডিক্যাল ক্যাম্পে থাকছে আর দ্বিতীয় কপি দেওয়া হচ্ছে যাত্রীকে। তিনি ভারতে ঢোকার পর বিমান থেকে নেমেই ফের মেডিক্যাল চেকআপ করা হচ্ছে। তাতে ফিট থাকলে তবে ইমিগ্রেশন দেওয়া হচ্ছে বা বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।