কলকাতা

চিন থেকে স্পাইসজেটের পণ্যবাহী বিমানে কলকাতায় পৌঁছল ১০ টন করোনা চিকিৎসার সামগ্রী

সাংঘাই থেকে মাঝরাতে কলকাতায় এসে পৌঁছল ১০ টন কোভিড–১৯ চিকিৎসার সামগ্রী।  তার মধ্যে যেমন ওষুধপত্র আছে, তেমনই মাস্ক তৈরির প্রাথমিক সরঞ্জামও আছে। স্পাইসজেটের চেয়ারম্যান তথা এমডি অজয় সিং গত ১৫ তারিখ বিবৃতি দিয়ে বলেছিলেন, চীনের সাংঘাই থেকে হায়দরাবাদে চিকিৎসা সামগ্রী আনতে বি৭৩৭ পণ্যবাহী বিমানকে তাঁরা প্রথমবার ব্যবহার করবেন। এছাড়া সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কাতেও পণ্যবাহী বিমান চলাচল শুরু করেছে স্পাইসজেট। অজয় জানালেন, ‘‌নিয়মিতভাবে কুয়েত, আবু ধাবি, হংকং, হো চি মিন সিটি সহ বিভিন্ন শহরে আমাদের পণ্যবাহী বিমান চলাচল করছে। ঘরোয়াভাবেও আমাদের পণ্যবাহী উড়ানে খুব ফল পেয়েছি।’‌