বিনোদন

ছপাক-এর মুক্তির দিনে সিদ্ধিবিনায়কের দ্বারে দীপিকা

আজকের দিনটি দীপিকা পাডুকোনের কাছে খুবই বিশেষ। বহু তর্ক-বিতর্কের পর আজ মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ও প্রযোজিত ‘ছপাক’। আর এই বিশেষ দিনে ভগবানের আশীর্বাদ পেতে আজ সকালে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান দিপ্পী। তাঁর পরনে সাদা রংয়ের পোশাক, কানে ছিল সোনালী রংয়ের ঝুমকো। ইতিমধ্যেই,  দর্শক এবং ফিল্ম সমালোচকদের কাজ থেকে ভালই প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবিটি। বুধবার, ‘ছপাক’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। ওই স্ক্রিনিংয়ে হাজির ছিল গোটা বলিউড। হাজির ছিলেন হাবি রণবীর সিং-ও। ইতিমধ্যেই ‘ছপাক’-এর রিভিউ দিয়ে ফেলেছেন বাজিরাও। তিনি জানালেন, ‘তাঁর অভিনয় আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।’ দীপিকার প্রশংসা করে রণবীর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” মাই বেবি! আমি চোখের সামনে দেখেছি চরিত্রটাকে বাস্তবায়িত করতে তুমি কীরকম পরিশ্রম করেছ! তুমি এই ছবির আত্মা!” ছবিতে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তাঁর চরিত্রের নাম মালতি। তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। দীপিকা ছাড়াও রয়েছেন ভিক্রান্ত ম্যাসি। ছবিটি পরিচালনা করেন মেঘনা গুলজার। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও পুদুচেরিতে করমুক্ত করা হয়েছে ‘ছপাক’-কে।

https://www.instagram.com/p/B7IM0ReHRKV/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7IFESgHtul/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7IG4GgHhd4/?utm_source=ig_web_copy_link