কলকাতা দেশ

‘ছবিতে ওমর আবদুল্লাকে চিনতেই পারছি না, খুব ব্যথা পাচ্ছি’, মোদি সরকারকে বিঁধলেন মমতা

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এমন ভাইরাল ছবি দেখে ব্যথা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী চেহারা হয়েছে! মুখে সন্তদের মতো পাকা দাঁড়ি। ওমরের এমন অবস্থার জন্য বিঁধলেন মোদি সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ”ছবিতে ওমরকে চিনতেই পারছি না। খুব ব্যথা পাচ্ছি। গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। কখনও এর শেষ?”