কলকাতা

জঙ্গিদের গুলিতে রাজ্যের ৫ শ্রমিকের মৃত্যু নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে রাজ্যের পাঁচ শ্রমিকের মৃত্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে ফের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের তিনি জানান, ‘‌এখন তো জম্মু–কাশ্মীরের প্রশাসন সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে। দেশের কোনও সাংসদ, রাজনৈতিক ব্যক্তি সেখানে যেতেও পারেন না। তাহলে কেউ সেখানে কর্মসূত্রে গেলে তাদের খুন করার কী আছে?‌ সব রকম নিরাপত্তা থাকা সত্ত্বেও, যখন ইইউ–র পার্লামেন্টারিয়ানরা কাশ্মীর সফরে গেলেন তখনই কীভাবে শ্রমিকদের হত্যা করা হল?‌ আমি মনে করি এই খুন পূর্বপরিকল্পিত। এতে তো দেশেরও বদনাম হচ্ছে। আমি মনে করি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।’‌ এরাজ্যে যে ভিনরাজ্যের মানুষরা নিরাপদে আছেন সেকথাও মনে করিয়ে দেন মমতা। সন্ত্রাস সর্বদাই নিন্দনীয় বলে মন্তব্য করে রাজ্যপাল জগদীপ ধনখড় বললেন, ‘‌‌সন্ত্রাস তা সেটা যেখানেই হোক আঞ্চলিক বা অন্য কোথাও তা সবসময় নিন্দনীয়। সন্ত্রাস নিয়ে রাজনীতি করা কখনওই উচিত নয়।’‌