
নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ মেনে আজ রবিবার প্রায় সারা দেশই স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে জনতা কার্ফুকে সমর্থন করছে। আজ এই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাতটার কিছু আগে টুইট করে মোদি লেখেন, ‘এই কার্ফু কোভিড–১৯–এর বিরুদ্ধে লড়তে অনেকটাই সাহায্য করবে সবাইকে। এখন নেওয়া এই পদক্ষেপের ফল পরে মিলবে। এদিন সকালে দিল্লিতে দেখা রাস্তায় অপ্রয়োজনে বেরনো মানুষকে লাল গোলাপ দিচ্ছেন পুলিশকর্মীরা। সারা দেশেই প্রায় সব ট্রেন, সরকারি বা বেসরকারি বাস আজ বন্ধ। ট্যাক্সিও চলছে দুই-একটা। অধিকাংশ বাজার, দোকানপাটের ঝাঁপ ফেলা। এর ফলে বিমানবন্দর বা স্টেশনে নামা যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তিতে পড়েছেন।



