হক জাফর ইমাম, মালদাঃ জমিতে ফসল তোলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বচসায় আক্রান্ত মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায়। মা ও দুই মেয়েকে বেধড়ক মারধর করার অভিযোগ প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত মা তহমিনা বেওয়া (৬০)ও দুই মেয়ে সাহানাজ খাতুন(২৭) মেহেনাজ খাতুন (২৫) মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। আহত পরিবারের অভিযোগ, জমিতে ঝিঙে তুলতে মায়ের সাথে দুই মেয়েও যায়। কিন্তু জমি দখলকারী মোবারক সেখ ও তার দুই ছেলে সাইফুল ও সোয়েলরা ঝিঙে তুলতে আপত্তি জানায়। দাবী করে জমিটি তাদের। এরপরই দুই পরিবারের সদস্যদের মধ্যে সংর্ঘস বেধে যায়। এমনকি ঘরের মধ্যে দুই মেয়ে ও মাকে নিয়ে গিয়ে বেধরক ইট লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের শ্লেতাহানি করা হয় বলে অভিয়োগ । জমি দখলকারী পরিবার ইট লাঠি দিয়ে আঘাত করে মা ও দুই মেয়েকে। ইটও লাঠির আঘাতে অচৈতন্য হয়ে যায় মেয়ে মেহেনাজ । এরপর স্থানীয়রা কোনরকম সংঘর্ষ থামিয়ে আহতদের মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় মালদা ইংরেজবাজার থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।