মালদা

জমি জবর দখলের অভিযোগ প্রাক্তন জেলা সভাধিপতি সরলা মুর্মুর বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: জমি জবর দখল করার অভিযোগ উঠল মালদা জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি সরলা মুর্মুর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে নিজে আদিবাসী হয়ে অন্য আদিবাদিদের তাঁদের প্রাপ্য জমির অধিকার থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদে শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রতারিত আদিবাসীরা। এই ঘটনাকে ঘিরে শুক্রবার রাতে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু অন্যান্যদের গায়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ আদিবাসীদের অভিযোগ, সরলা আদিবাসীদের জমির ওপর নজর দিয়েছে। পুলিশ প্রাশনকে সঙ্গে নিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে জমি জবর দখল করে চলেছে। ফলে জমি পাচ্ছে না আসল জমির মালিকেরা। বেআইনিভাবে দখল করা জমি ফেরত না দেওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলে হুমকি দেন বিক্ষোভকারীরা। এদিন হাতে তীর-‌ধনুক, অস্ত্রশস্ত্র নিয়ে পুরুষদের সঙ্গে মহিলারাও বিক্ষোবে সামিল হন।