জঙ্গিদের তথ্যপাচার ও সাহায্যের অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীরের ডেপুটি সুপার দাভিন্দর সিং। তাকে গ্রেফতারের পর তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে এল। ১২ লক্ষ টাকার বিনিময়ে দাভিন্দর সিং জঙ্গিদের সাহায্য করত এবং পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু জন হিজবুল জঙ্গি আত্মসমর্পণ করছে। ওই জঙ্গিদের আত্মসমর্পণ প্রক্রিয়ার দেখভাল সে-ই করছে বলে দাবি করেছে দাভিন্দর। পুলিশ জানতে পেরেছে, দাভিন্দরের এই পরিকল্পনার কথা জানেনই না পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের জেরায় দাভিন্দর দাবি করেছে, হিজবুল মুজাহিদিন কম্যান্ডর সৈয়দ নভিদ মুস্তাক ও জঙ্গি রফি রাথারের সঙ্গে মিলে একটি আত্মসমর্পণ প্রক্রিয়ার পরিকল্পনা চালাচ্ছিল। এই প্রক্রিয়ায় আইনজীবী ইরফান শফি মিরও জড়িত রয়েছেন। মির হল প্রাক্তন আইনজীবী, অন্তত ৫ বার পাকিস্তানে যাতায়াত করেছেন। জম্মু-কাশ্মীরের পুলিশের এক আধিকারিকের কথায়, ‘দাভিন্দর আত্মসমর্পণের তত্ত্ব দিচ্ছে, কিন্তু আমরা তদন্ত করে দেখছি।’ জম্মু-কাশ্মীর পুলিশ ও ইন্টেলিজেন্স ব্যুরোর একটি যৌথ বাহিনী এই ঘটনার তদন্ত করছে। সূত্রের খবর, গ্রেফতার হওয়া জঙ্গিরা দাভিন্দরের আত্মসমর্পণ তত্ত্ব খারিজ করেছে। সূত্রের খবর, ১২ লক্ষ টাকায় রফা হয়েছিল। দাভিন্দর নিজে ছিলেন গাড়িতে। ভেবেছিল, ডেপুটি সুপারের গাড়ি কেউ থামিয়ে তল্লাশি করবে না। প্রসঙ্গ, দক্ষিণ কাশ্মীরে ট্রাক ড্রাইভারের হত্যা মামলায় মূল অভিযুক্তই হল মুস্তাক নামে ওই জঙ্গি।


