দেশ

জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু

কেন্দ্রশাসিত অঞ্চল  জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু ৷ আর এক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল হচ্ছেন প্রাক্তন সুরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর ৷ জম্মু ও কাশ্মীরের বর্তমান উপরাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করা হল ৷ সরকারিভাবে এখনও আত্মপ্রকাশ ঘটেনি। তবে তার আগেই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর এবং লাদাখের উপরাজ্যপালের নাম ঘোষণা করা হল। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হল। রাষ্ট্রপতি প্রস্তাবিত জম্মু–কাশ্মীরের প্রথম উপ–রাজ‌্যপাল হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন আইএএস অফিসার তথা কেন্দ্রীয় ব্যয় সচিব গিরিশচন্দ্র মুর্মু। আরেক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রথম উপ–রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার রাধাকৃষ্ণ মাথুর। অন্যদিকে, গোটা জম্মু–কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে নিয়ে যাওয়া হল গোয়ায়।  উল্লেখ্য ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র ৷ জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আর তার প্রথম উপরাজ্যপাল হবেন গিরীশচন্দ্র মুর্মু ৷ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হওয়ার জন্য গিরীশচন্দ্র মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷