দেশ

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত কর্নেল, মেজর সহ ৫

জম্মু-কাশ্মীরে এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের গুলিতে শহিদ হলেন কর্নেল, মেজর সহ ৫ ভারতীয় সেনা। অন্যদিকে খতম করা হয়েছে দুই জঙ্গিকে। সেনার তরফে জানানো হয়েছে, গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে বন্দি করে রেখেছিল জঙ্গিরা। তাঁদের উদ্ধার করতে গিয়েই শুরু হয় এনকাউন্টার। সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে চলে গুলির লড়াই। ২১ রাষ্ট্রীয় রাইফেলসের মেজর সহ ৪ জওয়ান ও জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ান এই এনকাউন্টারে শহিদ হয়েছেন।