জম্মু-কাশ্মীর: আজ কুপওয়ারা জেলার রংওয়ার এলাকায় পাকিস্তানের গোলাগুলিতে ৩ জন নাগরিক নিহত হয়েছেন। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণেরখার ওপার থেকে ভারতকে লক্ষ্য করে পাকিস্তানের তরফে গোলাগুলি বর্ষণ শুরু হয় বলে অভিযোগ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানরা। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার দুপুরেও সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে থাকে পাকিস্তান। এর ফলে সন্ধেয় কুপওয়ারা জেলার চৌকিবাল গ্রামের এক মহিলা ও এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে টুমনা গ্রামে মারা যায় আট বছরের এক নাবালক।