দেশ

জম্মু-কাশ্মীর থেকে পৃথক লাদাখ, লোকসভাতেও পাশ পুনর্গঠন বিল

জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলটি আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। গতকাল রাজ্যসভায় পাশ হওয়ার পর আজ লোকসভায় পাশ হল বিলটি। এর ফলে জম্মু-কাশ্মীর ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে। ২টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু ও কাশ্মীরে ১০৭ আসন বিশিষ্ট বিধানসভা থাকবে। তবে আগের মতো তার মেয়াদ ৬ বছর নয়, বরং হবে ৫ বছর । আজ লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে ২৬৭ টি ৷ এবং বিপক্ষে ভোট পড়ে ৬৭টি ৷ এদিকে ৩৭০ প্রত্যাহার পরের দিনও থমথমে শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকা । রাস্তার মাঝ বরাবর বিছানো রয়েছে কাঁটাতার ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে টহল দিচ্ছেন জওয়ানরা ৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সক্রিয় কেন্দ্রীয় সরকার ৷ ইন্টারনেট-ফোন পরিষেবা বন্ধ থাকার কথা দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা এখনও বলবৎ হয়েছে ৷