দেশ

করোনা মোকাবিলায় সামিল হতে গিয়ে জয়পুরে বাজির আগুনে পুড়ল আস্ত একটা বাড়ি

মোদির ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় দেশজুড়ে গতকাল মোমবাতি জ্বালালেন দেশবাসী। শুধু মোমবাতি বা প্রদীপই নয় ফাটল দেদার বাজিও। আর সেই বাজির আগুনে জয়পুরে পুড়ে ছাই হয়ে গেল একটি আস্ত বাড়িও। তবে স্বস্তির খবর, ফাঁকা জমির উপর থাকা খড়ের ওই বাড়িটিতে সেসময় কেউ ছিলেন না। ঘটনাটি ঘটে জয়পুরের বৈশালী নগরে। একটি জ্বলন্ত বাজির টুকরো বাড়িটির ছাদে এসে পড়াতেই এ. দুর্ঘটনা বলে জানা গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।