Posted onAuthorবঙ্গনিউজComments Off on জলঙ্গি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার
বহরমপুরের জলঙ্গি এলাকায় গুলি চালানোর ঘটনার মূল অভিযুক্ত মিল্টন শেখকে গ্রেপ্তার করল পুলিস। উল্লেখ্য মিল্টনের বিরুদ্ধে সরস্বতী পুজোর দিন নাগরিক মঞ্চ নামক একটি সংগঠনের ডাকা বনধকে ব্যর্থ করতে গুলি চালানোর অভিযোগ রয়েছে।