কলকাতা

জল্পনা বাড়িয়ে মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি উড়ে যাচ্ছেন মমতা

কলকাতাঃ  জল্পনা বাড়িয়ে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বৈঠকের জন্যে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিকেল সাড়ে ৪টের বৈঠকের জন্যে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। আর তা সবুজ সঙ্কেত পাওয়ার পরেই মঙ্গলবার দ্রুত দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।কিন্তু হঠাত করে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে রাজনৈতিকমহলে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের একাধিক বিষয়ে আলোচনা করার জন্যে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, এই বৈঠকে একাধিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে ন্মুখ্যমন্ত্রী জানাতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই বৈঠক করা নয়, দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিরোধী দলের একাধিক নেতার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে কার কার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে তা এখনও খোলসা করে কিছুই জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা একাধিক বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই সমস্ত বৈঠকে কোনও প্রতিনিধি পর্যন্ত পাঠাননি। সেখানে দাঁড়িয়ে হঠাত করে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজন পড়ল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।