জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ জাতি শংসাপত্র হাতে পেতে এবার থেকে আর সরকারি দপ্তরে দরবার করতে হবে না। প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন। এই সুবিধা নিতে বধ্যপরিকর রাজ্যসরকার। তাই এবার মোবাইল থেকেই যাতে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় এবং অনলাইনেই সেই সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পুরো শংসাপত্রের ব্যবস্থাটাই অনলাইনে করার উদ্যোগ শুরু হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে নতুন সফটওয়্যার। তা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই পরিষেবা শুরু হলে দ্বিতীয় প্রজন্মের শংসাপত্র প্রাপকদের অর্থাৎ সেই বাড়িতে আগে সেই শংসাপত্র ইস্যু হয়েছে, এরকম প্রাপকদের শারীরিকভাবে শংসাপত্র নিতে সরকারি দপ্তরে যাওয়ার দরকার হবে না। এখন রাজ্যে প্রায় ৯ লক্ষের বেশী এসটি, এসসি, ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়। এতেলক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে। তবে এর সঙ্গে হাতে হাতে অর্থাৎ অফলাইনে শংসাপত্র নেওয়ার ব্যবস্থাও চালু থাকবে। সেক্ষেত্রে প্রাপকদের সুবিধার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে যাতে সেই শংসাপত্র সংগ্রহ করা যায় তার জন্য রাজ্য জুড়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।