‘কে বলেছে প্রতিবাদ করতে পারবে না, আপনি কি সংবিধান পড়েছেন?’ বিচারক সরাসরি প্রশ্ন করেন পুলিশের আইনজীবীকে
জামা মসজিদ পাকিস্তানে নয়। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে এটি পাকিস্তানে অবস্থিত।’ সরকারি আইনজীবীকে মনে করিয়ে দিলেন তিস হাজারি কোর্টের বিচারক কামিনী লাও। দিল্লির দরিয়া গঞ্জে সিএএ বিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। এমনই মনে করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারও করা হয়। আজ তাঁর জামিনের আবেদনের শুনানিতে সরকারি আইনজীবীর বয়ান শুনেই তাঁকে ভত্সর্না করলেন বিচারক। মঙ্গলবার বিচারক কামিনী লাও সরকারি আইনজীবীর উদ্দেশ্যে জানান যে ভীম আর্মি প্রধানের গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রতিবাদ করার। ‘কে বলেছে প্রতিবাদ করতে পারবে না, আপনি কি সংবিধান পড়েছেন?’ বিচারক সরাসরি প্রশ্ন করেন আইনজীবীকে।


