কলকাতা বিনোদন

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় টুইটে প্রতিবাদ জানালেন টলিউড তারকারা

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে। রবিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা।  সেই বিক্ষোভে পুলিশে লাঠি চার্জ ও পরে টিয়ারগ্যাস ফাটানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশের লাঠিচার্জের ফলে আহত হন বহু পড়ুয়া। অভিযোগ বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করে পুলিশ। শেষ পর্যন্ত হাত উঁচু করে ক্যাম্পাস থেকে পড়ুয়াদের বের করে আনে পুলিশ। আটক করা হয় কমপক্ষে ১০০ পড়ুয়াকে। পুলিশের লাঠির ঘায়ে প্রাণ হারিয়েছেন তিন পড়ুয়া। এরপরই দেশ জুড়ে আন্দোলনে নামেন পড়ুয়ারা। জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন JNU-র ছাত্রছাত্রীরা৷ পাশাপাশি মশাল মিছিল শুরু হয়ে যায় মুম্বই আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, পটনা বিশ্ববিদ্যালয়েও। এই পরিস্থিতিতে মুখ খুললেন টলি পাড়ার সেলেবরাও। ট্যুইটে গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অনুপম রায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা সংসদ দেব, পরমব্রত, স্বস্তিকার মতো তারকারা। দেব জানিয়েছেন, আন্দোলন হোক। কিন্তু সরকারি সম্পত্তির কোনও রকম ক্ষতি না করে নয়। পরমব্রত বলেন, ‘আমরা বেধহয় হহীরক রীজার দেশে বাস করছি’।

https://www.facebook.com/anupamroyofficial/posts/3132471196771151#