কয়েক বিঘা চাষের জমিতে ধস ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক । বুধবার দুপুরে জামুড়িয়ার দুই নম্বর ওয়ার্ডের ধোয়াডাঙা এলাকায় চাষের জমিতে ধস নামে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামুড়িয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ধসের জেরে চারিদিকের জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অনেকদিন আগে মাটির নিচে ইসিআই কয়লার খনি ছিল ৷ খনিটির থেকে কয়লার স্তর কেটে নেওয়ার পরে মাটির নিচের অংশটি ফাঁকা থাকে যায় ৷ যার জেরে ওই জমিতে ধস নামে বলে মনে করছে গ্রামবাসীরা ৷

